English

মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজ

EIIN: ১১০৭৮৬, কলেজ কোড: ৫৫০১

ভর্তি সংক্রান্ত

সকলকে জানানোা যাচ্ছে যে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান বিভাগে এ কলেজে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা নোটিশ বোর্ডের ভর্তি বিজ্ঞপ্তি অনুসরন করে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করবে।

আবেদনপত্র জমা দেয়ার সময় যেসব কাগজপত্র দিতে হবে-

১. অনলাইনে পূরণকৃত ফরম (২ কপি) সাথে দুই কপি ছবি । (ছবির পিছনে/ ভর্তির আইডি লিখতে হবে)
২. এসএসসি/সমমান পরীক্ষার ট্র্রান্সক্রিপ্টের ফটোকপি।
৩. এসএসসি/সমমান পরীক্ষার রেজিস্ট্রেশনপত্রের ফটোকপি।
৪. ছাত্রীর বাবা, মা/অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৫. রকেটে  ভর্তি ফি  জমাদানের  কপি।