মাদারীপুর জেলার নারী শিক্ষার অন্যতম সূতিকাগার হিসেবে প্রতিষ্ঠিত ‘মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজ’। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাকালীন সময় থেকে অদ্যবধি মাদারীপুর তথা বাংলাদেশের নারী শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে।
শিক্ষা হলো পরিপূর্ণ বিকাশের অব্যাহত অনুশীলন। একটি আত্মমর্যাদাশীল নৈতিকতাসম্পন্ন, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও মানসম্মত শিক্ষকের ভূমিকা অপরিসীম। জোরজবরদস্তি করে শিক্ষাদান নয় বরং শিক্ষার পরিবেশ, পাঠদান পদ্ধতি ও বিষয়বস্তু আকর্ষণীয় ও আনন্দময় করে তুলতে পারলেই শিক্ষার্থীবৃন্দ আকর্ষিত হবে। আমাদের জাতির স্বপ্ন বাস্তবায়িত করে তুলতে তরুণ প্রজন্মকে বিশেষ করে নারীদের প্রকৃত শিক্ষা, জ্ঞান, প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য। আমি বিশ^াস করি এ লক্ষ্য পূরণে মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজের নিবেদিত প্রাণ। শিক্ষকগণ তাঁদের মহত্ব ও শ্রেষ্ঠত্ব, প্রতিভা ও সৃজনশীল চিন্তা দিয়ে আগামী প্রজন্মকে সুশিক্ষিত ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য ভূমিকা রাখবেন। ফলে অসংখ্যা আলোকিত স্মার্ট সিটিজেন সৃষ্টি হবে, যারা মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত “স্মার্ট বাংলাদেশ- ২০৪১’’ প্রতিষ্ঠার জন্য অনন্য ভূমিকা রাখবে।
পরিশেষে শ্রদ্ধাভরে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঐ সকল বিদ্যানুরাগী ব্যক্তিবর্গকে যাদের ঐকান্তিক প্রচেষ্টা ও নির্মোহ পরিশ্রমের ফসল আজকের মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজ।
সবশেষে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তিকৃত শিক্ষার্থী, শিক্ষাবান্ধব প্রস্পেক্টাস প্রণয়নে সংশ্লিষ্ট সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
-জয় বাংলা